- প্রশ্ন : কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি | ব্যবহার করা হয়? উত্তর : বাইনারি ।।
- প্রশ্ন : IIG-এর পূর্ণরূপ কি? উত্তর : International Internet Gateway.
- প্রশ্ন : বিশ্বের উল্লেখযােগ্য ট্যাবলেড কম্পিউটার কি কি? উত্তর : ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড,
- লেপ্যাড, সিয়াস, আকাশ, কিন্ডল ফায়ার প্রভৃতি।
- প্রশ্ন : স্টিভ জবস কোন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠানের | সাথে জড়িত ছিলেন? উত্তর : অ্যাপল।
- প্রশ্ন : গুগল কবে বাংলা ভাষায় অনুবাদ সুবিধা চালু করে? উত্তর : ২১ জুন ২০১১।
- প্রশ্ন : Gmail ও Yahoo Mail কি? উত্তর :ফ্রী ওয়েব মেইল।
- প্রশ্ন :স্পাম (Spam) কি? উত্তর : অনাকাঙ্ক্ষিত ই-মেইল।
- প্রশ্ন :ব্লগ (Blog) কি? উত্তর : অনলাইন জার্নাল।
- প্রশ্ন :ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? উত্তর : চীন।
- প্রশ্ন:কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের ডিভাইস? উত্তর : ইনপুট ডিভাইস।
- প্রশ্ন : কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে? উত্তর : সিলিকন।
- প্রশ্ন : কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের | পদ্ধতিকে কি বলে? উত্তর : Read।
- প্রশ্ন : প্রােগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? উত্তর : RAM
- প্রশ্ন :ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে? উত্তর : টেলি মেডিসিন।
- প্রশ্ন : বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে? উত্তর : ১৯৬৯ সালে।
- প্রশ্ন : কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? উত্তর : ইন্টারনেট।
- প্রশ্ন : www-এর পূর্ণরূপ কি? উত্তর : World Wide Web.
- প্রশ্ন : বিশ্বের উল্লেখযােগ্য ওয়েবভিত্তিক ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কি কি? উত্তর : মাইক্রোসফটের হটমেইল, ইয়াহু!র ইয়াহু! মেইল, গুগলের জিমেইল প্রভৃতি।
No comments